Nat Geo এর তোলা কিছু বিস্ময়কর ছবি...!!



১. এমনকি বনের রাজাও বুঝে স্ত্রীকে বিরক্ত করা তার জন্য সুখকর নয়।


২. বোরা বোরা।



৩.শরৎ রোড-পোল্যান্ড ,



৪.জয়- নীল চোখ এবং সোনালী ডোরা কাটা বিশিষ্ট পৃথিবীর একমাত্র ও অনন্য সাদা জেব্রা।



৫.বিশ্বের দ্রুততম প্রাণীর গৌরবটি ধরে রাখতে প্রশিক্ষণরত ছোট চিতা।



৬. নির্ভিক বিড়াল..



৭.রেস্তোরা "চার ঋতু" বোরা বোরা।



৮.সঙ্গীতবিদ্যালয়-চীন ।



৯.এভাবেই জেব্রা একে অপরকে আলিঙ্গন করে।



১০.কায়রোর কোনো এক সংরক্ষিত স্থান থেকে সূর্যোদয়ের দৃশ্য।



১১.অকালিক হাতি (প্রিম্যাচিউর)-আয়ুকাল মাত্র ১ মিনিট।



১২.স্কাই ব্রিজ- নরওয়ে।



১৩.Yosemite, EEUU: প্রতি বছর ফেব্রুয়ারী মাসের কোনো এক সময় যুক্তরাষ্ট্রের Horsetail জলপ্রপাতের উপর কোনাকোনি সূর্যের আলো পানিকে এভাবেই উদ্ভাসিত করে, যেন মনে হয় জলপ্রপাত থেকে আগুনের লেলিহান শিখা গড়িয়ে নিচে পরছে।



১৪.জাপানে ভুমিকম্প কালীন সময়ে ভয়ে আতঙ্কিত হয়ে এ ভাবেই পান্ডাটি পুলিশের পা জড়িয়ে ধরে ।



১৫.নরওয়ের একটি রাতের দৃশ্য।



১৬.প্যারিসের চুম্বন



১৭.নিজের ফটো নিজেই তোলার চেষ্টায় এক বান্দর।



১৮.রাতে বেইজিং বিমানবন্দরের দৃশ্য।



১৯.দুই বছর বয়েসী শিম্পাঞ্জির হাতে দুধ পান করছে ২মাস বয়সের বাঘের ছানা।



২০.হাঁসের বাচ্চারা জন্মের পর যাকে প্রথম দেখে হোক সে তাদের মা বা অন্যকেউ, বাকি জীবন তাকে অনুসরণ করার ঝোঁক বা প্রবণতা থাকে।



২১..নিজ ছানাকে প্রদর্শন করছে এক ভোঁদড় ।



২২.প্রায় ১০ মিটার উচু তুষারে(বরফ) চারিপাশ পরিবেষ্টিত জাপানের একটি হাইওয়ের দৃশ্য।



২৩.চিতাবাঘের(পুমা)বাচ্চা।




২৪.চিনের একটি দর্শনীয় ধানক্ষেত।




২৫.সুইডেন এবং ডেনমার্কের মধ্যে সংযোগকারী সমুদ্রতলদেশীয় টানেল।



২৬. সিঙ্গাপুরের আকাশচুম্বী স্থাপনা মারিনা বে স্যান্ডে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ সুইমিংপুলের হিমশীতল দৃশ্য।



২৭.যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া আশ্চর্যজনক বজ্র ঝড়ের দৃশ্য।.



২৮.তথাকথিত " প্রেমের টানেল" ইউক্রেন।



২৯.বেবি কামালেওন (গিরগিটি).



৩০."স্বর্গে পৌঁছানোর রাস্তা".-আয়ারল্যান্ডের একটি স্থান যেখানে প্রতি দু বছর অন্তর আকাশের তারাগুলো সারিবদ্ধ হয়ে পথকে প্রান্তিককরণ করে।



৩১."স্বর্গের এর ফটক '', Zhangjiajie Tianmen পর্বত, চীন।



৩২.অসময়ের বন্ধু হচ্ছে, প্রকৃতপক্ষে একজন বন্ধু।



৩৩.“সুমেরু প্রভা'', আলাস্কা.




৩৪.সাদা পেঁচা, বিস্ময়কর!



৩৫.প্রসিদ্ধ "গোলাপী অরণ্য" - মোস ব্রীজ , আয়ারল্যান্ড .



৩৬.কুয়াশায় ঢাকা দুবাই শহরের সূর্যোদয়ের দৃশ্য।




৩৭.রোড টু হানা, মাউই , হাওয়াই দ্বীপ।



৩৮.একটি জিরাফ ছানা।



৩৯.এমন কিছু প্রাণী রয়েছে যারা সংবেদনশীলতার ক্ষেত্রে মানব জাতির চেয়ে কোনো অংশে কম নয়।
" চিন্তার কোনো কারণ নেই, সবই ঠিক হয়ে যাবে।



৪০.অগ্নিকান্ডে ভস্মীভূত অস্ট্রেলিয়ার একটি জঙ্গলে তৃষ্ণার্ত বেবী কোয়ালাকে পানি পান করাচ্ছে অগ্নিনির্বাপক কর্মী।



৪১.ক্রিস্টাল প্যালেস. মাদ্রিদ.



৪২.হিমালয়ের আকাশে অদ্ভুত প্যাঁচানো মেঘমালা। .এই ফেনমেনন দৃশ্যটি ২০০৯ সালে ১৮ অক্টোবর তোলা হয়েছিল।



৪৩.কানাডার পাথুরে পর্বতমালার আকাশে সুমেরু প্রভা।



৪৪. সেনেগালের ক্যাপ ভের্ট উপদ্বীপের একটি হ্রদ যা Retba লেক বলে পরিচিত। লেকটির পানি অক্ষতিকর ব্যাকটেরিয়ার কারণে গোলাপী দেখায়।


৪৫.কালাপনা , হাওয়াই দ্বীপ - যেখানে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা সাগর সৈকতে মিলিত হয়।

Comments

Popular posts from this blog

সবচেয়ে বড় জাহাজ গুলো

কিছু অবিশ্বাস্য ও কাল্পনিক ছবি