১০টি সেরা অক্ষিবিভ্রম শিল্পকলা!!

অক্টাভিও ওকাম্পো, একজন মেক্সিকান চিত্রশিল্পী। ১৯৪৩ সালের ২৮ ফেব্রুয়ারী মেক্সিকোর গুয়ানাজুতো শহরে এই প্রতিভাধর শিল্পী জন্মগ্রহণ করেন। বাস্তবিকপক্ষে এই গুনি শিল্পীর প্রতিটি শিল্পকর্ম আশ্চর্যজনক এবং শিল্পকর্মগুলো প্রচুর চিন্তার রসদ যোগায়। তিনি তার বেশিরভাগ শিল্পে রূপান্তরিত শৈলী পন্থা প্রয়োগ করে শিল্পকে আলঙ্কারিক ও বাস্তবসম্মত শিল্প সৃষ্টির ক্ষেত্রে স্বাক্ষর রেখেছেন। তার প্রতিটি শিল্পকর্মে রয়েছে আলাদা আলাদা ইতিহাস। সম্মানিত ব্লগার, আসুন তাহলে এই সৃজনশীল শিল্পী অক্টাভিও এর আঁকা চিত্রগুলো গভীর মনোযোগ সহকারে দেখি এবং ছবির অন্তর্নিহিত অর্থগুলো আবিষ্কার করতে চেষ্টা করি।










Comments
Post a Comment