প্রাণী জগতকে ঘীরে কিছু বিস্ময়কর তথ্য

১. প্রাণীজগতের মধ্যে হাতি একমাত্র প্রাণী যাদেরকে মৃত্যুর পরও চার পায়ের উপর ভর দিয়ে দাড়ানো অবস্থায় পাওয়া গেছে ।

২. শামুক একনাগাড়ে ৩ বছর পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে ।

৩. একটি তেলাপোকার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হলেও সে বেচে থাকতে পারে কিন্তু অভুক্ত থাকার কারণে ১ সপ্তাহ পর তার মৃত্যু হয় ।

৪. একটি মশার ৪৭টি দাঁত থাকতে পারে ।

৫. ঘোড়ার মুখের সাদৃশ্য থাকার জন্য এই প্রাণীটিকে সীহর্স (Hippocampus) বলা হয় । এই প্রাণীর পুরুষরা বংশ বৃদ্ধির কার্যে ডিম নিষিক্তকরন ও ডিম দেয়া থেকে শুরু করে বাচ্চা ফুটনো পর্যন্ত প্রজনন ক্রিয়ার সিংহভাগ অংশ সম্পন্ন করে থাকে ।

৬.মাছি তার পা দিয়ে স্বাদ গ্রহণ করতে পারে ।

৭. কাঠকুড়ালি বা কাঠঠোকরা পাখী প্রতি সেকেন্ডে ২০ বার কাঠে ঠোকর দিতে পারে।

৮. পুরুষ স্পাইডারের জননতন্ত্র তার যে কোনো একটি পায়ের অগ্রভাগে থাকে ।
৯. উটের পরপর তিনটি নেত্রপল্লব আছে । আর এই কারণে মরুভূমির বালুর ঝড় থেকে সে তার চক্ষুদ্বয়কে সহজে রক্ষা করতে পারে ।

১০.আর্মাডিলো, পসাম্ এবং স্লথ এই জাতের প্রাণী তাদের জীবনের ৮০ ভাগ সময় ঘুমিয়ে কাটিয়ে দেয় ।

১১. ঘুর্ঘুরে পোকার শ্রবণশক্তি তার সামনের পায়ের ঠিক হাটুর নিচে অবস্থিত ।

১২. পৃথিবীতে প্রায় ৭০০ প্রজাতির কুকুর রয়েছে ।

১৩.বাগদা চিংড়ির হৃদপিন্ড তার মাথায় অবস্থিত ।

১৪ .মশার পছন্দের রং নীল। আর এ জন্যই নীল রংয়ের প্রতি এরা সহজেই আকৃষ্ট হয় ।

১৫. আফ্রিকার একটি গর্ভবতী হাতির গর্ভকালের সময়সীমা ২২ সপ্তাহ পক্ষান্তরে একটি ধেড়ে ইদুঁরের গর্ভকাল মাত্র ১২ দিন ।

১৬. কামালেয়নের ( বহুরুপি গিরগিটি) জিহ্বার আয়তন তার দেহের দ্বিগুন ।
Comments
Post a Comment