যে ছবিগুলো সর্বাপেক্ষা অধিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিনিধিত্ব করে

২.হলোকস্ট।

৩.নরমান্ডিয়ার সাগরতীরে মিত্রবাহিনীর সেনা অবতরণ।

৪.জার্মানির রাজধানীতে রাশিয়ার সেনাবাহিনীর জয়োৎসব এবং ইউরোপে যুদ্ধ সমাপ্ত।

৫.এডলফ হিটলার এবং বেনিতো মুসোলিনি।

৬.মার্কিন সেনাবাহিনীর জয়োৎসব এবং যুদ্ধ সমাপ্ত।

৭.ইউক্রানের ইয়াল্টা সাগর তীরে স্টালিন, রুজভেল্ট এবং চার্চিল ।

৮.হিটলারের প্যারিস দখল।

৯.পার্ল হারবারে মার্কিন নৌ-ঘাটিতে বিমান আক্রমন ।

১০.স্টালিনগ্রাদ রক্ষায় যুদ্ধরত রাশিয়ার সৈন্যবাহিনী ।

১১.কুর্স এ ট্যাঙ্ক যুদ্ধ ।

১২.মিত্রবাহিনী কর্তৃক বিমান আক্রমনের পর মন্টে ক্যাসিনো শহরের দৃশ্য।

১৩."ব্যাটল অফ ব্রিটেন " যুদ্ধে যাবার পূর্ব মূহুর্তে ব্রিটিশ বিমানবাহিনীর সৈনিকগণ।

Comments
Post a Comment