ন্যাশনাল জিও এর ক্যামেরায় ধারণ করা ২০১০ সলের কিছু মনোমুগ্ধকর সেরা প্রাকৃতিক ছবি

ইতালির ভেনিস শহরের একটি সরোবরে ঝলমলে পদ্মফুল ।

বিশ্রামরত সিংহ , দক্ষিন আফ্রিকায় তোলা।

সিয়ান্ট দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছে সমুদ্রের পাখী পুফিন।

নিউজিল্যান্ডের ওয়াকওয়াউ উপসাগরের মনোরম দৃশ্য।

এ্যাঙ্গোলার বিখ্যাত সিয়েরা দা লেবার দৃশ্য।

আয়ারল্যান্ডের উচ্চ দুরারোহ পাহাড় মোহের এর শেষ প্রান্তে একজোড়া কপোত-কপোতি।

মুরগিজাতীয় প্রানীদের সাগর বলে পরিচিত দক্ষিন জর্জিয়া দ্বীপের উপকূলে পেঙ্গুইনদের মাঝে পেঙ্গুইন রাজা।

সানমার্টিন দ্বীপের প্রিন্স জুলিয়ান বিমান বন্দরে অবতরণের প্রাক্কালে অতি নিচু হয়ে উড়ে আসা বিমান দেখে সমুদ্রে স্নানরত ভীত সন্ত্রস্ত শিশুনারী ও পুরুষ।

কায়মান দ্বীপের গভীর সমুদ্রে মাছ খেকো স্যাডমাছকে ঘেরাও করার দৃশ্য।

ভারতের জাতীয় পার্ক কাজিরাঙ্গার মধ্য জঙ্গলে একটি বাঘ।

ন্যশনাল জিওএর নোঙ্গর করা জাহাজের দিকে অগ্রসর হচ্ছে মরু প্রদেশের একটি ভাল্লুক। ছবিটি নরওয়েতে তোলা।

সুত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক
Comments
Post a Comment