বিংশ শতাব্দীর শুরুতে নিউইয়র্ক শহরে নির্মানাধীন গগনচুম্বী অট্টালিকার নির্মানশ্রমিকদের ছবি





ছবিগুলো বিংশ শতাব্দীর প্রথম দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে নির্মানাধীন গগনচুম্বী অট্টালিকার নির্মান শ্রমিকদের। সুউচ্চে উঠে শ্রমিকগণ নির্মান কাজে ব্যস্ত থাকাকালীন বিভিন্ন সময়ে এই ছবিগুলো তোলা হয়। এই ছবিগুলো পেছনে যে আশ্চর্যজনক বিষয় লক্ষ করা গেছে সেটা হলো শ্রমিকদের নির্ভিকতা। বর্তমান সময়ে বহুতলবিশিষ্ট অট্টালিকা নির্মানে শ্রমিকদের নিরাপত্তাজনিত বিষয়ে যে সমস্ত আধুনিক ব্যবস্থা নেয়া হয় সে সময় তা ছিল অনুপস্থিত। এরপরও জীবনের ঝুকি নিয়ে সুউচ্চে উঠে কাজ করার সময় তাদের চোখে ভয়ডরের লেশমাত্র ছিল না। প্রতিটি মহুর্তে জীবনবাজী রেখে কাজ করার সময়েও তারা ছিল শান্ত ও হাস্যজ্জ্বল ।


































Comments

Popular posts from this blog

সবচেয়ে বড় জাহাজ গুলো

কিছু অবিশ্বাস্য ও কাল্পনিক ছবি