ছবি দেইখা অজ্ঞান হওনের আগে আহেন একটু জ্ঞান লইলা লই..





|| ....হীরার খনি!!...||

Mirny Diamond Mine এই হীরার খনিটি রাশিয়ার Sakha প্রদেশের রাজধানী Yakutsk থেকে ৮২০ কি.মি দূরে Mirny শহরে অবস্থিত।এই খনিটির অপর নাম Mir Mine। Mir শব্দের অর্থ “শান্তি”। অবশ্য ইউরোপে এই খনিটি kimberlite diamond pipe নামে পরিচিত। বর্তমানে নিস্ক্রিয় এই খনিটির গভীরতা ৫২৫ মিটার( ১৭২২ ফুট) এবং এর মুখের ব্যাস ১২৫০ মিতার(৩৯০০ ফুট) । পূর্ব সাইবেরিয়ায় অবস্থিত এই খনি থেকে ১৩ই জুন ১৯৫৫ সাল থেকে সোভিয়েত ভূতত্ত্ববিদ Yuri Khabardin, Ekaterina Elagina এবং Viktor Avdeenko-এর নেতৃত্বে হীরা উত্তোলন শুরু হয়।৬০এর দশকে এই খনি থেকে সর্বমোট হীরা উত্তোলন করা হয় ১ কোটি ক্যারাট যার ওজন প্রায় ২০০০ কে.জি। ২৩ শে ডিসেম্বর ১৯৮০ সালে এই খনির সর্ববৃহৎ হীরাটি যার ওজন ৩৪২.৫ ক্যারেট(৬৮ গ্রাম) , যার নাম পরে দেয়া হয়েছিল 26th Congress CPSU। ১৯৮১ সালের ২৩শে ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ অনুষ্ঠিত Communist Party of the Soviet Union-এর ২৬ তম Congress উপলক্ষে এই নাম দেয়া হয়েছিল। এই খনির উপর থেকে নিচে গাড়িতে করে নামতে আড়াই ঘণ্টা।২০১১ সালে এসে এই খনি থেকে হীরা উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়।




বিশ্বের বৃহত্তম আউটডোর পুল !!

এই ক্রিস্টাল লগন ,এটি চিলি আলগারবোএর (Algarrobo) সান আলফন্সো ডেল মার রিসোর্ট (San Alfonso del Mar resort) অবস্থিত।





Yeti Lobster /Yeti Crab বা ইয়েতি কাঁকড়া। প্রাণীবিদ Robert Vrijenhoek এর নেতৃত্বে Monterey( California) ভিত্তিক প্রতিষ্ঠান Monterey Bay Aquarium Research Institute দক্ষিণ-প্রশান্ত মহাসাগরে এই অদ্ভুত কাঁকড়া আবিস্কার করে । ইস্টার দ্বীপের ১৫০০ কিলোমিটার দক্ষিণে Pacific–Antarctic Ridge(Pacific ওAntarctic টেকটনিক প্লেটের মধ্যবর্তী অঞ্চল) অঞ্চলে সাগরের ২২০০ মিটার গভীরে অনুসন্ধানে যাওয়া Submarine DSV Alvin ২০০৫ সালে এই কাঁকড়ার সন্ধান পায়। এর ল্যাটিন নাম Kiwa hirsuta। তাঁরা ৭ই মার্চ ২০০৬ সালে এই আবিস্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেন। ইয়েতি কাঁকড়ার দৈর্ঘ্য ১৫ সে.মি.(৫.৯ ইঞ্চি) । এর জীবন ধারণে এর লম্বা রোমশ দাড়া দুটোর ভুমিকা অপরিসীম। এই দাড়া দুটোতে রয়েছে Filamentous Bacteria যার মাধ্যমে এরা আত্নরক্ষার্থে ছুড়ে দেয় এক ধরনের বিষাক্ত তরল।





এইডা কুতায়, জানি না । আর জানলেও জামু না ! পচা জায়গা!!! ;)





এই আশ্চর্যজনক বিরাট তুষারস্তূপের(ICEBERG) যে ছবটি দেখতে পাচ্ছেন
তা প্লেনেয়াউ বে, (Pleneau Bay) এন্টার্কটিকায় ।





awesome ন্যাশনাল জিওগ্রাফি ফটোগ্র্যাফি,byজর্জ স্টেইনমেট্স !!

সালফার এবং শেত্তলাগুলি গরমে পুলের মধ্যে জীবিত রং উৎপন্ন করে।ম্যাগমা চেম্বার থেকে ক্রমবর্ধমান গ্যাস থেকে জল গরম হয়ে ঘনীভবনের সৃষ্টি হয় , যেহেতু জল evaporates, সল্ট এবং খনিজ থাকে তাই একটি প্রাণবন্ত ভূত্বক গঠন করে !!




Shiraito জলপ্রপাত, Fujinomiya, জাপান!!




Summer Park, Chamarande, France




পোটালা প্রাসাদ!!

পোটালা প্রাসাদের অবস্থান তিব্বতের লাসায়। ১৯৫৯ সালে ১৪ তম দালাইলামা ভারতের ধর্মশালায় পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত দলাইলামার প্রধান বাসস্থান হিসেবে বিবেচিত হত। ৬৩৭ সালে তিব্বতীয় রাজা সংসেন গাম্পো তাঁর কনে চীনের ট্যাং শাসকদের রাজকন্যা ওয়েন চেং কে উপহার হিসেবে প্রাসাদটি নির্মাণ করেন। ১৬৪৫ সালে ৫ম দালাইলামা লোজাং গিয়াস্তো তাঁর ধর্মীয় উপদেষ্টা কনচং চোপেল এর উপদেশক্রমে আধুনিক পোটালা প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন। বর্তামানে প্রাসাদটি যাদুঘর হিসেবে ব্যবহ্রত হয়। প্রাসাদটি পূর্বে - পশ্চিমে ৪০০ মিটার এবং উত্তরে - দক্ষিনে ৩৫০ মিটার লম্বা। এতে রয়েছে গড়ে ৩ মিটার পুরু ঢালু পাথরের দেয়াল ও ৫ মিটার পুরু ভিত্তি। ভূমিকম্প হতে রক্ষা পাওয়ার জন্য ভিত্তিতে কপার ব্যবহার করা হয়েছে। ১৩ তলা বিশিষ্ট প্রাসাদটিতে রয়েছে ১,০০০ কক্ষ ও প্রায় ২০,০০০ মুর্তি।




ভয় ফাইচি




ও আল্লা আমারে কিছু ট্যাকা দাও। আমি এই খানে থাকুম








হে হে হে, পাগলে কি না করে !!!










এইবার বাইত যায়া আপেল খান গা (যদি থাকে) :-P B-)) B-)) B-))

Comments

Popular posts from this blog

সবচেয়ে বড় জাহাজ গুলো

কিছু অবিশ্বাস্য ও কাল্পনিক ছবি