<< জামায়াতে ইসলামীর মুখোস উন্মোচন >>
- Get link
- X
- Other Apps
১/ এক সময় জামাতের
নেতারা খুব জোরেশোরেই
বলতেন ইসলামে নারী নেতৃত্ব
হারাম
এবং যে দেশে নারী নেতৃত্ব
থাকে সে দেশে তসবীর ছড়ার ন্যায় আল্লাহর গজব পড়ে ।
কিন্তু বেগম জিয়ার
ছায়াতলে আশ্রয়ের পর
সে কথা তারা বেমালুম
ভূলে গেছে । যারা নিজেদের
রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য হারামকে হালাল বানায়
তারা আবার কেমন মুসলিম ?
২/ আপনাদের মনে আছে কিনা জানিনা ।
জোট আমলে সকল
ইসলামী দলের ছাত্রসংগঠন
(শিবির ব্যাতিত) একত্রিত
হয়ে মাদ্রাসার ছাত্রদের
জন্য একটি আরবী বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠার জন্য
আন্দোলনে নেমেছিল । কিন্তু
জামাত-শিবিরের প্ররোচনায়
সেই আন্দোলনকে নস্যাৎ করার
জন্য ইসলামী ছাত্রসেনার তৎকালীন কেন্দ্রীয়
সভাপতি গোলাম মাহমুদ
ভুঁইয়া মানিককে জঙ্গী কানেকশনের
অভিযোগে গ্রেপ্তার
করে এবং তিন দিনের
রিমান্ডে নেয় । ফলে সেই আন্দোলন স্তিমিত হয়ে পড়ে ।
সম্প্রতি আওয়ামী লীগ
সরকারের মন্ত্রীসভা সেই
বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
করেছে । জামাত কি ধরণের
ইসলামী দল যারা একটি ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠায় বাধাদান করল ?
বিঃদ্রঃ- জোট আমলের খুব
সম্ভবত তৃতীয় বছরের
সমকালের দ্বিতীয় পৃষ্ঠায়
দেখলে আপনারা আমার কথার
সত্যতা পাবেন ।
# প্রকৃতপক্ষে জামাত নামক
এই
ধর্মব্যাবসায়ী দলটি যখনই
অস্তিত্ব সংকটে পড়ে তখনই
ধর্মের দোহাই দেয়া শুরু
করে । পাকিস্তানে পিপিপি সরকারকে বেকায়দায়
ফেলার জন্য এই দলটি পবিত্র
কুরআন শরীফে আগুন পর্যন্ত
দিয়েছিল ।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment