আমরা ক্রিকেটপ্রেমী
সাধারণ
প্রেমিকরা রাতে স্বপ্নে দেখে- কার লগে ডেটিংয়ে গেসে, ও পাড়ার মাইয়াটা
কত সুন্দর, পাশের বাড়ির আপুটার সাথে ফোনে কথা বলছে, তার গার্লফ্রেন্ড তাকে
ফোনে " আলাবু" বলেছে ইত্যাদি ইত্যাদি।
আর আমরা ক্রিকেটপ্রেমীরা রাতে স্বপ্ন দেখি-
সাকিব এত রান করসে, তামিম এত রান করসে, নাসির কয়টা ছয় মারসে, মুশি কয়টা
মারসে, গাজি কয়টা উইকেট নিলো, রাজ্জাক কয়টা পার্টনারশিপ ভাঙলো আর আমরা
ভেন্ডিয়া-পাকিস্তানরে কত রানের ব্যাবধানে বাঁশ দিলাম।
এর কারণ কি?
কারণ ক্রিকেটকে আমরা ভালোবাসি, বাংলাদেশ ক্রিকেট আমাদের প্রথম প্রেম।
আর প্রথম প্রেম কখনো ভোলা যায়না, হাজারবার ছ্যাক দিলেও না।
তাইতো যতই ম্যাচ হারি, জিম্বাবুয়ে , স্কটল্যান্ড, আয়ারল্যান্ড যার সাথে
হারি না কেন কখনো গালি দিতে পারিনা…কখনো " ধুর্বাল, আর খেলাই দেখমুনা" বলতে
পারিনা।
কারণ…ওই যে…প্রথম প্রেম…কখনো ভোলা যায়না, হাজারবার ছ্যাক দিলেও না।
এখন আমাদের ক্রিকেট একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, খারাপ সময় বলতে মাঠের ক্রিকেট না মাঠের বাইরের ক্রিকেটে।
ফিক্সিং কেলেঙ্কারীতে জড়িয়ে পড়ে একটা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন ৯ জন।
যার মধ্যে ৪ জন ক্রিকেটার।
৩ জন এখনো খেলছে একজন সাবেক।
কষ্ট পেয়েছি, রফিকের নাম দেখে, কষ্ট পেয়েছি রুবেলের নাম দেখে।
রুবেলকে ঢাকা গ্ল্যাডিয়েটরসে দেখে বেশি ভালোই লেগেছিলো।
কখনো বুঝতেও পারিনি ও এমন করবে।
পরে জানলাম ও আগেও দেশের সাথে গাদ্দারি করেছে, আইসিএল এ গিয়ে।
হোক, নিষিদ্ধ হোক।
পাপ যখন করেছে এর সাজা তো ভোগ করতেই হবে।
Comments
Post a Comment