একটি বোন,একটি ফেলানী,একটি স্বপ্ন,একটি উপহার ও একটি মৃত্যু
ভাগ্যের সন্ধানে নুরু মিয়া পাড়ি জমিয়েছিল আধুনা বিশ্বের উদীয়মান শক্তি ভারতের দিল্লিতে।
সাথে ছিল মেয়ে ফেলানী ও এক ছেলে। আদম পাচারকারীদের খপ্পরে পরে নুরু মিয়াকে কাজ নিতে হয়দিল্লির কোন এক ইটের ভাটায়।
ফেলানীর বিয়ে ঠিক হওয়ায় স্বপরিবারে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় নুরু মিয়া।
আন্তর্জাতিক সীমানা পিলারে মই বেয়ে বাংলাদেশে প্রথম প্রবেশ করে সে। একই
কায়দায় প্রবেশ করতে গিয়ে ফেলানীর কাপড় আটকে যায় কাঁটাতারে। ভয়ে
চীৎকার করে উঠে সে। এবং সাথে সাথে গর্জে উঠে ভারতীয় বন্দুক।
একটা গুলিই যথেষ্ট ছিল এই কিশোরীর জন্য। বেড়ার উপর ঝুলে পরে তার মৃতদেহ।
চার ঘন্টা পর বিএসএফ এসে নিয়েযায়লাশ। শুধু ফেলানীর লাশই নয় সাথে নিখোঁজ
হয় তার ভাই।
একই দিন পশ্চিমবংগের মুর্শিবাদ জেলার মোহনগঞ্জসীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত হয় আরও তিন বাংলাদেশি।
ভারতীয় চাল, ডাল, তেল, লবন, সাবান ব্যবহার করে, তাদের সিনেমা আর টিভি
সিরিয়ালে সর্বক্ষণ ডুবে থেকে আর তাদের ভাষা শয়নকক্ষে চর্চা করে প্রনব
বাবুর ধাপ্পাবাজি নিয়ে উষ্মা প্রকাশ করা হবে স্রেফ আত্মপ্রতারণা।
মুখে
বন্ধু বললেও ওরা আসলেআমাদের উপর প্রভুত্ব করতে চায়।তাই প্রভুদের
মনোরঞ্জনের জন্যে দু'একজন ফেলানী উৎসর্গ করাও আমাদের পবিত্র দায়িত্ব।
ডাঃ রোজিনা ইসলাম রিমি
এ জাত তো আজ সেই আন্দোলন করতে ভুলে গেছে যে আন্দোলনে তার নিজের স্বার্থ
জড়িত নেই. এ জাত আবার চামচামি করতে শিখেছে.এ জাতের রক্ত আবার দূষিত হয়ে
গেছে. এ জাত ভুলে গেছে সেই গান,
"মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি."
ফুল তো দূরের কথা, এ জাত এখন আর নিজের বোনকে বাঁচানোর কথাই ভুলে গেছে.
এ জাত আর কেউ নয়. এ জাত বাংলাদেশী বাঙালী.
Comments
Post a Comment