হে হাজার বছরের শ্রেষ্ঠ নেতা, তোমায় ৩০লাখ সালাম.....
- Get link
- X
- Other Apps
হে হাজার বছরের শ্রেষ্ঠ নেতা, তোমায় ৩০লাখ সালাম..
১৯৭৪ সালে বাংলাদেশে শুরু হয় ইতিহাসের ভয়াবহতম দুর্ভিক্ষ,যাতে প্রায় ১৫ লক্ষ মানুষ মারা যায়।
মানুষ ক্ষুধার জ্বালায় নিজের বমি নিজে ভক্ষণ করেছিল,মা তার সন্তানকে
বিক্রি করে দিয়েছিল পেটের দায়ে।ভাত না জোটায় অনেক অঞ্চলে লতাপাতা,কচুর ডাটা
সেদ্ধ এমনকি বাশের কচি কঞ্চি পর্যন্ত মানুষের খাদ্যে পরিনত হয়েছিল।
অভাবের কারনে গ্রামে-গঞ্জে ল্যাংটা মানুষের সংখ্যা দিনদিন বেড়ে চলছিল।একটা
বিদেশি পত্রিকার হিসেব মতে- সেই সময়ে সারাদেশে ৫০ লক্ষ নারী নগ্ন ছিল,যারা
পরনের কাপড় বিক্রি করে চাল কিনে খেয়েছিল।ডোবা-নালা,খাল-পুকুর সর্বত্র
মানুষের পচা লাশে ভরে গিয়েছিল।
এইসব দৃশ্য আন্তর্জাতিক মিডিয়া গুলি ব্যাপকভাবে প্রচার করায় বিদেশ থেকে বিপুল পরিমাণ সাহায্য আসতে লাগলো।
তাই দেশে খাদ্যের অভাব ছিল না,ছিল সঠিক বন্টনের অভাব।
কথিত আছে,৭৪ এর দুর্ভিক্ষের সময় বাংলাদেশ যে পরিমাণ বৈদেশিক সাহায্য
পেয়েছিল তার এক-চতুর্থাংশ দিয়ে তৎকালীন জার্মানি বিশ্বযুদ্ধের ধকল কাটিয়ে
পুনরায় ইউরোপের নব্য শক্তি হিসেবে আবির্ভূত হয়েছিল।
কিন্তু কই গেল সেই সব বৈদেশিক অর্থ?
"সবাই পায় সোনার খনি, আর আমি পাইলাম চোরের খনি। ৭ কোটি মানুষের জন্য ৮ কোটি কম্বল আনলাম।আমার কম্বল কই?"
এই কারনেই বাংলাদেশ উন্নত দেশগুলোর কাছ থেকে "তলাবিহীন ঝুড়ি" উপাধি
পেয়েছিল।অর্থাৎ বাংলাদেশে যত সাহায্য-সহযোগিতা করাই হোক না কেন! ফলাফল
শূন্য।
একদিকে মানুষ মারা যাচ্ছে না খেতে পেরে,অপরদিকে দেশের
প্রধানমন্ত্রী শেখ মুজিব তার ছেলেকে বিবাহ দেন আড়ম্বর অনুষ্ঠান করে, মাথায়
সোনার মুকুট পরিয়ে রাজকীয় পরিবেশে।
হে নেতা তোমায় সালাম..
সালাম তোমায় তোমার নেতৃত্বের নৈপুণ্যে ৯মাসে ৩০লাখ লাশ উপহার দেওয়ার জন্য..
সালাম তোমায় ২লাখ ধর্ষণের শিকার মা'দের পক্ষ থেকে..
সালাম তোমার দূরদর্শিতার জন্য যার কারণে ১কোটি মানুষ দেশান্তরি..
সালাম জানায় তোমার নেতৃত্বকে যার গুণে মাত্র ৩০লাখ লাশ,
২লাখ ধর্ষণ আর ১কোটি দেশান্তরির বিনিময়ে আমরা স্বাধীন..
সালাম জানায় সেই মহান নেতাকে যে ৯মাস শত্রু শিবিরে থেকেও কোনো রকম ক্ষতি ছাড়াই স্বাধীন দেশে ফিরে আসতে সক্ষম হয়েছে..
হে হাজার বছরের শ্রেষ্ঠ নেতা, তোমায় ৩০লাখ সালাম..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment