বিশ্বের ১০টি বৃহত্তম জাহাজের সমাধিস্থল
জাহাজের সমাধিস্থল বলতে সেসব জায়গাকে বোঝায় যেখানে জাহাজ ফেলে রাখা হয় ক্ষয়ের জন্য। এসব সমাধিস্থল দু ধরনের হয়ে থাকে। এক ধরনের কবরস্থানে জাহাজগুলোকে ফেলে রাখা হয় এর সব যন্ত্রাংশ আলাদা করার জন্য, আরেক ধরনের কবরস্থানে জাহাজকে সমুদ্রের ভেতর পরিত্যাক্ত অবস্থায় এমনভাবে ডুবিয়ে দেয়া হয় যেন প্রাকৃতিক কোনো ঘটনায় এটি পানির উপর উঠে আসতে না পারে। এছাড়া আরও কিছু ধরনের জাহাজের কবরস্থান রয়েছে। কিছু কিছু জাহাজকে ফেলে রাখা হলেও এদের পরিত্যক্ত হিসাবে গণ্য করা হয় না। আবার কিছু কিছু জাহাজকে চালু অবস্থায়ও পরিত্যক্ত ঘোষণা করা হয়। এ ধরনের পরিত্যক্ত জাহাজ দ্বারা গঠিত কবরস্থান বিশ্বের বিভিন্ন অংশে দেখা যায়। মাঝে মাঝে শীপ ব্রেকিং ইয়ার্ডকে কবরস্থানের সাথে তুলনা করা হয়। বিশ্বের ১০টি জাহাজের সমাধিস্থলের বর্ননা নিচে করা হলোঃ ১. Curtin Artificial Reef: এটি অস্ট্রেলিয়ায় অবস্থিত একটি সমাধিস্থল। এটি অস্ট্রেলিয়ান সশস্ত্র বাহিনী, কুইন্সল্যান্ড পরিবহন বিভাগ এবং টাগ ও বার্জ কর্পোরেশনের সহযোগিতায় কুইন্সল্যান্ড এর সমুদ্রতলের রিসার্চ গ্রুপ (URGQ) দ্বারা প্রতিষ্ঠিত হয়। ২. Aral Sea: Aral সাগর ইউরেশীয় দেশ উজবেকিস্তানের একটি সুপ...