চন্দ্র বিজয়: বাস্তবতা নাকি প্রতারণা !
মানব ইতিহাসে ১৯৬৯ সালটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই বছরের ২০ জুলাই তারিখে সমগ্র বিশ্বকে অবাক করে দিয়ে সর্ব প্রথম চন্দ্রে মানুষের অবতারণা ঘটে। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা’র মহাকাশ যান এপোলো-১১ চড়ে এদিন প্রথম মানুষ হিসেবে চাঁদে পদার্পণ করেন তিন ব্যক্তি। যারা হলেন নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ও বুজ অলড্রিন। চাঁদে অবতরণের পর এই দিনটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে ঐতিহাসিক দিন। যে চাঁদকে মানুষ রাতে উচ্চ আকাশে দেখতে পায় সেখানেই মানুষের গমন ছিল অতি রোমাঞ্চকর এক ঘটনা। চাঁদে মানুষ পাঠানোর সফলতার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বুকে নতুন এক সম্মানের আসনে আসীন হয়। মানুষ যে অসম্ভবকে সম্ভব করতে পারে এটি ছিল তারই একটি উজ্জ্বল প্রমাণ। আমরা এতো দিন বই-পুস্তক, টিভি-রেডিওতে মানুষের এই চাঁদে যাওয়ার কথা শুনে রোমাঞ্চিত হয়েছি কিন্তু আপনি কি জানেন, মানুষের চন্দ্র বিজয় বিশ্বের সবচেয়ে বড় এক রহস্য। অনেকে শুনলে হয়তো অবাক হবেন কিন্তু এটাই ঠিক যে চাঁদে সত্যিই মানুষ যেতে পেরেছে কিনা সেটা আজও এক বিরাট রহস্য। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৬৯ সালে চাঁদে মানুষ পাঠিয়ে বিশ্বে এক বিরল সম্মানের...