ICC কি আন্তর্জাতিক.......?????????????
হায়রে ICC ,নামটা ইন্টারন্যাশনাল হলেও কাজে কামে মনে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের অঙ্গ প্রতিষ্ঠান ।কারণ ভারত যা কয় তাই সঠিক বাকি সবাই ফাউল।
হয়তো সামনে থেকে দেখা যাবে,ভারত ছাড়া সবাইকে বিশ্বকাপের জন্য কোয়ালিফাইং ম্যাচ খেলতে হবে।আর আন্তর্জাতিক ক্রিকেট হয়ে যাবে পাড়ার ক্রিকেটের মতো।খালি পায়ে টেপ টেনিস বল দিয়ে হবে সেই খেলা।কারণ বুকিরা যেহেতু জুতা,চশমা,ক্যাপ ইত্যাদি নিয়ে জুয়া ধরে তাই এটাই এক মাত্র সমাধান।
তবে দুঃখের বিষয় হলো ভদ্রলোকের খেলা ক্রিকেট তার সদস্য দশ থেকে বাড়াতে পারলোনা।পৃথিবীতে ভদ্র লোকের বড়ই অভাব...........!!!!!!!!!!!
হয়তো সামনে থেকে দেখা যাবে,ভারত ছাড়া সবাইকে বিশ্বকাপের জন্য কোয়ালিফাইং ম্যাচ খেলতে হবে।আর আন্তর্জাতিক ক্রিকেট হয়ে যাবে পাড়ার ক্রিকেটের মতো।খালি পায়ে টেপ টেনিস বল দিয়ে হবে সেই খেলা।কারণ বুকিরা যেহেতু জুতা,চশমা,ক্যাপ ইত্যাদি নিয়ে জুয়া ধরে তাই এটাই এক মাত্র সমাধান।
তবে দুঃখের বিষয় হলো ভদ্রলোকের খেলা ক্রিকেট তার সদস্য দশ থেকে বাড়াতে পারলোনা।পৃথিবীতে ভদ্র লোকের বড়ই অভাব...........!!!!!!!!!!!
Comments
Post a Comment