Posts

Showing posts from October, 2013

এই গ্রহের সবচাইতে ধনী মানুষদের প্রাইভেট প্লেনের কথা।

Image
১। উপরের এই প্লেনটার নাম এমব্রায়ার লিগেসি ৬৫০। প্রথম ছবিটা বাইরের বডির ছবি আর পরেরটা এর মালিক সহ ছবি। এটার দাম ২৯ মিলিয়ন ডলার প্রায় ২৩৫ কোটি টাকা! এটার মালিক বিখ্যাত চীনা অভিনেতা কুংফু ছবি খ্যাত জ্যাকি চান। প্লেনটাতে দুপাশে জ্যাকি চানের লোগো আছে ফলে সবাই বুঝতে পারে ভেতরে কে আছেন। ২। উপরের যে প্লেনটার বাইরের আর ভিতরের ছবি দেখলেন তার নাম ডাসল্ট ফ্যালকন ৯০০। এটার দাম ৩৩ মিলিয়ন ডলার আর এটার মালিক স্পেনের গ্লোবাস নামের ট্যুর অপারেটর কোম্পানীর মালিক সার্গিও মনটেগাজা। এই প্লেনটা ঘন্টায় ৫৯০ মাইল যেতে পারে আর রেন্জ ৪৫০০ মাইল, মানে একবার তেল ভরে উড়াল দিয়ে তেল না নিয়ে ৪৫০০ মাইল যেতে পারে। ৩। এই প্লেনটার নাম বম্বারডিয়ার চ্যালেন্জার ৬০০। এটার দাম ২৫ মিলিয়ন ডলার। এটার মালিক ভারতীয় ব্যাবসায়ী গৌতম সিংহানিয়া, যিনি বিখ্যাত ‘রেমনড’ স্যুটিং কাপড়ের মিলের মালিক, উপরে ছবিতে গাড়ীর পাশের নায়ক নায়ক ভাবের তরুনটিই গৌতম সিংহানিয়া। ৪। উপরেরটা একটা গালফ স্ট্রীম-৪। এটার দাম ৩৫ মিলিয়ন ডলার। এটার মালিক ভারতের রিয়েল এস্টেট ব্যাবসায়ী কে পি সিং, ছবি উপরেই দেয়া আছে। প্লেনটা ঘন্টা...

তিব্বত! তিব্বত!

Image
তিব্বত, সে এক অবাক করা নাম, জাদুময় ভূখণ্ড, যার তুলনা কেবলমাত্র সে নিজেই! হাজার হাজার কিলোমিটার চলে যাওয়া ঊষর, রূক্ষ, পাথুরে ভূমি, পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গগুলোকে বুকে রাখা বিশ্বের সর্বোচ্চ মালভূমি আর বরফগলা নদীর সমন্বয়ে গঠিত তিব্বতের জুড়ি আক্ষরিক অর্থেই আমাদের গ্রহে দ্বিতীয়টি নেই। যেমন বিচিত্র এর ভূপ্রকৃতি তেমন বিস্ময় জাগানিয়া এর প্রাণীকুল আর এখানে বসবাসরত মানব সম্প্রদায়। এই শতকেও সেখানে মেনে চলা হয় শতাব্দী প্রাচীন রীতিনীতি, রহস্যে মোড়া গুম্ফাগুলোর দেয়ালে প্রতিধ্বনি তোলে পুরোহিতের মন্ত্র, ক্যানভাসে দক্ষ হাতে একের পর এক নয়নজুড়ানো নিপুণ থাংকা (পটচিত্র) এঁকে যায় গেরুয়া রঙের পোশাক মোড়া সন্ন্যাসী চিত্রকরেরা, সাধারণ মানুষ ফিরে যেতে চায় যাযাবরবৃত্তিতে, পশুচারণের আদিম পেশায়। সেই সাথে হাজার বছর ধরেই তিব্বত এক নিষিদ্ধ বিস্ময় বহির্বিশ্বের কাছে, কারণ বিদেশীদের অনুপ্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল দীর্ঘ দিন, আজো তা নানা নিয়ম-কানুন-শৃঙ্খলার নিগড়ে ঘেরা। ছোটবেলায় সাধারণ জ্ঞানের বইতে দেখতাম নিষিদ্ধ দেশ- তিব্বত, নিষিদ্ধ নগরী- তিব্বতের রাজধানী লাসা, সেইসব নামগুলো য...