এই গ্রহের সবচাইতে ধনী মানুষদের প্রাইভেট প্লেনের কথা।
১। উপরের এই প্লেনটার নাম এমব্রায়ার লিগেসি ৬৫০। প্রথম ছবিটা বাইরের বডির ছবি আর পরেরটা এর মালিক সহ ছবি। এটার দাম ২৯ মিলিয়ন ডলার প্রায় ২৩৫ কোটি টাকা! এটার মালিক বিখ্যাত চীনা অভিনেতা কুংফু ছবি খ্যাত জ্যাকি চান। প্লেনটাতে দুপাশে জ্যাকি চানের লোগো আছে ফলে সবাই বুঝতে পারে ভেতরে কে আছেন। ২। উপরের যে প্লেনটার বাইরের আর ভিতরের ছবি দেখলেন তার নাম ডাসল্ট ফ্যালকন ৯০০। এটার দাম ৩৩ মিলিয়ন ডলার আর এটার মালিক স্পেনের গ্লোবাস নামের ট্যুর অপারেটর কোম্পানীর মালিক সার্গিও মনটেগাজা। এই প্লেনটা ঘন্টায় ৫৯০ মাইল যেতে পারে আর রেন্জ ৪৫০০ মাইল, মানে একবার তেল ভরে উড়াল দিয়ে তেল না নিয়ে ৪৫০০ মাইল যেতে পারে। ৩। এই প্লেনটার নাম বম্বারডিয়ার চ্যালেন্জার ৬০০। এটার দাম ২৫ মিলিয়ন ডলার। এটার মালিক ভারতীয় ব্যাবসায়ী গৌতম সিংহানিয়া, যিনি বিখ্যাত ‘রেমনড’ স্যুটিং কাপড়ের মিলের মালিক, উপরে ছবিতে গাড়ীর পাশের নায়ক নায়ক ভাবের তরুনটিই গৌতম সিংহানিয়া। ৪। উপরেরটা একটা গালফ স্ট্রীম-৪। এটার দাম ৩৫ মিলিয়ন ডলার। এটার মালিক ভারতের রিয়েল এস্টেট ব্যাবসায়ী কে পি সিং, ছবি উপরেই দেয়া আছে। প্লেনটা ঘন্টা...