Posts

Showing posts from December, 2013

সেই রিপোর্টটি ছিল সাজানো!!

Image
    ২৭ নভেম্বর বুধবার চাঁদপুর , কোর্ট স্টেশন , মধুরোড ও হাজীগঞ্জ স্টেশন থেকে ২শ ’ ২৬ জন যাত্রী নিয়ে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। অবরোধকারীদের হাতে মেহের স্টেশনের পশ্চিমে লাইন ওপড়ানো থাকায় ওই স্থানের দায়িত্বরত কর্মচারীদের তৎপরতায় ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি। মূল ঘটনাটি আড়ালে রেখে কয়েকটি ইলেকট্রনিকস মিডিয়ায় মনগড়া প্রতিবেদন প্রচার হয়। প্রতিবেদনে কৃষক তাজুল ঘটনার নায়ক বনে যান। সরেজমিন জানা যায় , চাঁদপুর - লাকসাম রেলপথে ২৭ নভেম্বর অবরোধকারীরা মেহের স্টেশনের পশ্চিম পাশে লাইন উপড়ে পেলে। তখন সময় ভোর সাড়ে ৫টা। ওই সময় চাঁদপুর থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি মেহের অতিক্রম করার সময় সন্নিকটে। রাতে দায়িত্বপালন করা কীম্যান নুরু মিয়া মৌতা বাড়ী সংলগ্ন এলাকায় প্রথমেই লাইনের স্লিপার ও ফিস প্লেট খোলা অবস্থা দেখে দৌড়ে মেহের স্টেশন মাস্টার মোস্তফাকে জানায়। মোস্তফা হাজীগঞ্জ স্টেশনে যোগাযোগ করে। ততক্ষণ হাজীগঞ্জ স্টেশন থ...